কোরবানির ঈদকে সামনে রেখে বগুড়ার আদমদীঘির হাটে হাটে অতিরিক্ত টোল আদায় বন্ধের ঘোষণা দিয়েছেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু। সোমবার রাতে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু বলেন, কোরবানির সময় পশু কিনতে অনেকেরই হিমশিম খেতে হয়। তাই কোনো হাটেই অতিরিক্ত টোল আদায় করতে দেওয়া হবে না। আপনারা টোল চার্ট দেখে খাজনা দিবেন। চার্টের বাইরে এক টাকাও বেশি খাজনা দিবেন না। এর পরেও যদি কেউ অতিরিক্ত খাজনা নেয় সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাবেন। এলাকার শান্তিপূর্ণ পরিবেশকে কেউ অশান্ত করতে চাইলে প্রতিরোধ গড়ে তোলা হবে। সরকারবিরোধী সব কর্মকাণ্ডকে কঠোর হাতে দমন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার শহর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফ হাসান খান সৈকত, সাংবাদিক নেহাল আহম্মেদ প্রান্ত, বিকাশ চন্দ্র প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল