কক্সবাজারের টেকনাফে পৃথক চারটি অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে র্যাব-১৫, সিপিসি-৩ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল আব্দুস সালামকে নাটমুড়াপাড়া এলাকা, নুরুল হামিদকে হ্নীলা বাজার এলাকা, নুরুল আমিন প্রকাশ তেঙ্গুয়াকে টেকনাফ বাজার এলাকা এবং মো. ইদ্রিস আলীকে একই এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম