রাজশাহীর বাঘা উপজেলার পাচপাড়া বাজারে ঝড়ে চায়ের স্টলের ওপর গাছ পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
মঙ্গলবার (০৪ জুন) রাত সোয়া আটটায় উপজেলার বাউসা ইউনিয়নের চকবাজার গ্রামের রাজার মোড়ে ঝড়ে উপড়ানো বটগাছের নিচে পড়ে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন জালাল উদ্দিন (৪০), জাকিরুল (৩০। আহতরা হলেন সেন্টু, মুকুল, রুবেল, শাহারুল, আজগর ও অজ্ঞাত আরও একজন। তাদের সবার বাড়ি চকবাউসা গ্রামে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী এসারুল্লাহ জানান, মঙ্গলবার রাতে বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হয়। এসময় বটগাছ উপরে পড়লে তারা নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে পৌঁছে মৃতদের মরদেহ ও আহতদের উদ্ধার তৎপরতা তদারকি করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় এমপি শাহরিয়ার আলম।
তিনি আলোর ব্যবস্থার পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ