দিনাজপুর শহর ঘেষা পুণর্ভবা নদীতে গোসল করতে নেমে রায়হান (৭) ও আফিফা (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৪ জুন) সন্ধ্যায় দিনাজপুর শহরের ১নং ওয়ার্ডের বাঙ্গীবেচা এলাকা সংলগ্ন পুণর্ভবা নদী থেকে তাদের দুইজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
মৃত শিশুরা হলো দিনাজপুর শহরের বাঙ্গীবেচা এলাকার আব্দুস সালামের ছেলে রাইয়ান বাবু ও আকবর আলীর মেয়ে ইয়ানুর আফিফা। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে দুই ভাইবোন খেলতে গিয়ে পূনর্ভবা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। খোঁজাখুজির পর সন্ধ্যায় দুই শিশুকে নদীতে ভাসতে দেখে উদ্ধার করে দিনাজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মৃতের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে সরকারি সহযোগিতা তুলে দেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ