গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রুস্তম আলী (৪৫) নামের এক কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। নিহত কাভার্ডভ্যান চালক রুস্তম আলী ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরশ্রীরামপরু এলাকার মৃত মাহাতাব আলীর ছেলে।
বুধবার দুপুরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমান। এরআগে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের বোগদহ উত্তর কলোনি জামে মসজিদ সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দিনাজপুরগামী একটি ট্রাকের সাথে বিপরীতমুখী কাভার্ডভ্যানের সংর্ঘষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক রুস্তম গুরুতর আহত হন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলের এসে কভার্ডভ্যানে আটকে থাকা চালক রুস্তম আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুর রহমান বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম