শেরপুরের নকলায় প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নকলা বাইপাস রোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক রাশেদুল হাসান (২৯) শেরপুর সদর উপজেলার সাইদুল হকের ছেলে ।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাশেদুল ঢাকার মাওনা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। বাড়ি ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নকলা বাইপাস রোড সংলগ্ন মহাসড়কে তার মোটরসাইকেলের সাথে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর স্থানীয় লোকজন রাসেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রাইভেট কারের চালক পতালক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম