বাগেরহাটের শরণখোলায় নির্বাচনি সহিংসতায় প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের শরণখোলা উপজেলা হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘূণিঝড় রিমালের কারণে পিছিয়ে যাওয়া এই উপজেলায় আগামী ৯ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
আহতরা হচ্ছেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনারস প্রতিকের চেয়াম্যান প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্তর কর্মী টুলু তালুকদার, ইমরান উদ্দিন শুভ, খান মতিয়ার রহমান, আলমগীর শিকদার, ওবায়দুল আকন, ময়নুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়াম্যান প্রার্থী আসাদুজ্জামান মিলনের কর্মী আসাদ কবিরাজ, মাসুম তালুকদার, শাহিন গাজী, মাহাবুব মোল্লা, মেহেদি হাসান, জলিল হাওলাদার। এদের মধ্যে গুরুতর আহত আসাদ কবিরাজ, ওবায়দুল আকন ও খান মতিয়ার রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আনারস প্রতিকের প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্ত জানান, তার নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে কর্মী সমর্থকরা শরণখোলা বাজারে একটি পথসভা করছিল। এসময় প্রতিদ্বন্দ্বী চেয়াম্যান প্রার্থী আসাদুজ্জামান মিলন নিজে উপস্থিত থেকে তার বাহিনী নিয়ে নির্বাচনী পথসভায় হামলা চালায়। ওই হামলায় তার ছয়জন কর্মী আহত হয়।
দোয়াত কলম প্রতিকের প্রার্থী আসাদুজ্জামান মিলন বলেন, পূর্বের হামলার শিকার তার দুই কর্মীকে দেখতে রাতে পরে শরণখোলা বাজারে যান। সেখানে একটি পথসভা চলতে দেখে তিনি গিয়ে কাদের সভা চলছে বলে জানতে চান। এসময় উপজেলা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমানকে দেখে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আনারস প্রতিকের কর্মীসমর্থকরা এসে তাদের উপর হামলা চালায়।
বিডি প্রতিদিন/এএম