সুনামগঞ্জ সদর উপজেলায় দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের আহবায়ক খায়রল হুদা চপল। এজেন্টদের নিকট থেকে প্রাপ্ত ফলাফল সিট থেকে জানা যায়, মোটরসাইকেল প্রতীকে ৩৩ হাজার ৩৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।
অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ আনারস প্রতীকে পেয়েছেন ২২ হাজাত ২৭৪ ভোট এবং ঘোড়া প্রতীকে সাবেক ছাত্রলীগ নেতা মনীষ কান্তি দে মিন্টু পেয়েছেন ১৩ হাজার ৯৯২ ভোট।
বিডি প্রতিদিন/এএম