রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেছেন, স্মার্ট পদ্ধতিতে পাহাড়বাসির দোরগোড়ায় পৌঁছে যাবে ভূমিসেবা। তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল কাজে গতিশীলতা ও সচ্ছলতা বৃদ্ধি করা হয়েছে। চালু করা হয়েছে -ই মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় সিস্টেম, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান ও পরচা প্রাপ্তি, ডিজিটাল সার্ভিসিং ও ম্যাপিং, অনলাইন জলমহাল উজারা, ল্যান্ড জোনিং, অনলাইন শুনানি সিস্টেম, হট লাইন সেবা।
বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক স্লোগান সামনে রেখে আগামী ৮ হতে ১২ জুন সপ্তাহব্যাপী দেশজুড়ে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষ্যে মতবিনিময় ও প্রেস ব্রিফিংয়ে রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এতে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহামুদ, রাঙামাটি সিনিয়র সহকারী কমিশনার কাজী আতিকুর রহমান, রাঙামাটি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আহমেদ উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান আরও বলেন, ভূমি সেবা সপ্তাহ উদযাপনে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে জনগণকে তাৎক্ষণিক ভূমি সেবা প্রদানের জন্য ভূমি সেবা বুথ স্থাপন করা হবে। এতে ভূমি সম্পর্কিত সব ধরনের সেবা প্রধান করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল