চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আলোচিত আজিম হত্যা মামলার পলাতক আসামি আবির হোসেন সানিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নগরের মুহুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবির হোসেন সানি কুমিল্লার বরুড়া থানার শাকপুর মমতাজ উদ্দীন মেম্বারের বাড়ির মৃত বাচ্চু মিয়ার ছেলে। বর্তমানে নগরের হাজীপাড়া এলাকায় আমজাদের ভাড়াটিয়া।
ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মুহুরী পাড়ায় এলাকায় অভিযান চালিয়ে আজিম হত্যা মামলার পলাতক আসামি আবির হোসেন সানিকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ হত্যার ঘটনায় সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই