রংপুর পাগলাপীর এলাকায় বাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, কিশোরগঞ্জ মহিলা কলেজের প্রভাষক দিবা রানী সরকার (৪০) ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত আনসার সদস্য মেহেরুল (৩৫)। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে সদর খলেয়াগঞ্জিপুর চেয়ারম্যান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিতে করে কলেজ শিক্ষক দিবা ও আনসার সদস্য মেহেরুল নীলফামারী জেলার কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন। তারা চেয়ারম্যানের মোড় এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। সিএনজিটি দুমড়ে-মুচরে গেলে ঘটনাস্থলে মেহেরুল নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহত সিএনজি চালক, শিক্ষক দিবা রানী ও বাসের হেল্পারকে উদ্ধার করে রংপুর মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠায়। এতে পথে মধ্যেই মারা যান দিবা রানী। এ ঘটনায় চিকিৎসাধীন আহত দু’জনের অবস্থ আশংঙ্কাজনক।
গঙ্গাচড়া মডেল থানার এসআই জনক রায় বলেন, দিবা রানীর লাশ লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রয়েছে। মেহেরুলের লাশ হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। রাস্তা থেকে দূর্ঘটনা কবলিত বাস ও সিএনজিটি সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/এএম