লক্ষ্মীপুর সদর উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ জুন) সকালে জেলা স্টেডিয়ামে এই উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দত্ত। সভায় সদর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর ইউআরসি ইন্সট্রাকটর মো. মজিবুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাকসুদ আল। ২২টা দল খেলায় অংশগ্রহণ করবে।
বিডি প্রতিদিন/হিমেল