জীবনের ঝুঁকি নিয়ে জেলে সেজে সারারাত অভিযান পরিচালনা করে ৩৭ কোটি ৫০ লাখ টাকা মূল্যের সাড়ে ১২ লাখ পিস ইয়াবা উদ্ধার করায় আইজিপি কর্তৃক মানি রিওয়ার্ড ও সম্মাননা পেয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
এ ছাড়া ওই ঘটনায় এজাহার নামীয় এক আসামিকে গ্রেফতার করে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী নেয় আদালত।
গত বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত ক্রাইম কনফারেন্সে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জের উপস্থিতিতে আইজিপির দেওয়া মানি রিওয়ার্ডের দেড় লাখ টাকা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এক প্রতিক্রিয়ায় বলেন, এর আগেও কক্সবাজার ডিবির ওসি থাকাকালে ইয়াবার একটি বড় চালান উদ্ধার করেছি। যেটি সারা দেশে সাড়া ফেলেছিল। এবার আরও একটি বড় ইয়াবার চালান উদ্ধার করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। এই সাহসিকতাপূর্ণ কাজের সফলতায় আইজিপি মানি রিওয়ার্ড ও সম্মাননা আমাকে আরও ভালো কাজের প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে। এ ছাড়া এই অর্জন আমার সাথে থাকা চকরিয়া থানার সকল কর্মকর্তা ও কনস্টেবলেরও।
বিডি প্রতিদিন/এমআই