রংপুরে আপন বোনকে খুনসহ বাড়িতে ডাকাতির ঘটনার প্রধান আসামি জাকির হোসেনসহ ১০ আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গ্রেফতারকৃতরা হল, আমজাদ হোসেন (৪৮),শরিফুল ইসলাম (২৮), শফিকুল ইসলাম (৪৭), নুুরুল হুদা (৪৪), মোঃ আশরাফুল ইসলাম (৩৩), সুজন চন্দ্র বর্মন (৩৫), বাবু মিয়া (৪৭), মানিক মিয়া (৪৭) ও মশিউর রহমান (৫১)।
এর মধ্যে মানিক ও মশিউর হত্যাকান্ডের শিকার মোর্শেদা বেগমের আপন ছোট ভাই। শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
তিনি জানান, খুনসহ ডাকাতির ঘটনার তদন্ত করে ছয় দিনের মধ্যে দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য আসামিদের গ্রফতার করা হলে তিনজন আসামী আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। তখন পর্যন্ত এ ঘটনার প্রধান আসামি পেশাদার ডাকাত জাকির হোসেন পলাতক ছিল। ৭ জুন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট বাজারে অভিযান চালিয়ে জাকিরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, দস্যুতা, মাদক সংক্রান্ত ৯টি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামের মোহাম্মদ হোসেনের পূত্র মিজানুর রহমানের বাড়িতে মুখোশধারী এক ডাকাতচক্র প্রবেশ করে তার স্ত্রী মোর্শেদা বেগমকে এলোপাতাড়ি মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যা করে। সেই সাথে মিজানুর রহমানকে মারধর করে আহত করে। পরে বাড়িতে থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা, জমির দলিলসহ ৪ লাখ ৩৪ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। পরদিন ৮ ফেব্রুয়ারি মিঠাপুকুর থানায় ভুক্তভোগী মিজানুর রহমান একটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এএম