‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যে বগুড়ায় ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক বটতালা চত্তরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভূমি সেবা সপ্তাহের উদ্দেশ্য হলো ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা তৈরী করা। ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ, খতিয়ান প্রদানসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেয়া হবে। জেলা প্রশাসক চত্ত¡রে তিনটি স্টল থেকে জনগণকে এসব সেবা দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পি, এম ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফসানা ইয়াসমিন, আরডিসি আব্দুল ওয়াজেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন এবং সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।
জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সেবা সপ্তাহের কার্যক্রম চলবে।
বিডি প্রতিদিন/এএম