গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) নবনিযুক্ত মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। শনিবার বিকেলে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫-এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) নবনিযুক্ত মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে তিনি মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশ পরিমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক, কৃষি বিজ্ঞানী, বিভিন্ন পর্যায়ের বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. কামরুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা রবিউল ইসলাম আকন্দ, সৌরভ অধিকারী, ফার্ম ম্যানেজার আলমগীর কবিরসহ আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই