জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মহেন্দ্র ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল আরেক ট্রাক্টরের হেলপার শান্ত মিয়ার। শনিবার উপজেলার বাউসী-ধনবাড়ী প্রধান সড়কের তালতলা ব্রীজপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শান্ত মিয়া (১৬) সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরহাটবাড়ী এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে। সে মালবাহী অবৈধ মহেন্দ্র ট্রাক্টরের হেলপার হিসেবে কাজ করতো।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে দুইটি অবৈধ ৬ চাকার বালু ও ইট পরিবহনকারী মহেন্দ্র ট্রাক্টর গাড়ি পাল্লা দিয়ে দ্রুতগতিতে চলছিল। এ সময় মহেন্দ্র ট্রাক্টর গাড়ির সামনে বসে থাকা হেলপার শান্ত মিয়া প্রচন্ড ঝাকুনিতে ছিটকে পড়ে যায়। ঠিক সে সময় পেছনে থাকা অপর মহেন্দ্র ট্রাক্টরের চাকা শান্তর উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ঘটনাস্থল থেকেই পালিয়ে যায় ঘাতক গাড়ির চালক ও সহযোগীরা।
সরিষাবাডী থানার উপ-পরিদর্শক মুর্শিদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম