পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ‘বিশ্ব সমুদ্র দিবস’ পালন করা হয়েছে। ইউএসএইডএ’র অর্থায়নে ওয়ার্ল্ডফিশ, ইকোফিশ-২ এ দিবসের আয়োজন করে।
এ উপলক্ষে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতে পর্যটকদের ফেলে রাখা ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন ব্লু গার্ড সদস্যরা। এ সময় সমুদ্রে একটি কচ্ছপ অবমুক্ত করা হয়।
এর আগে, জিরো পয়েন্ট সংলগ্ন কাজী বাড়ি এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা পাঞ্জুপাড়া মৎস্য সংরক্ষণ দলের সভাপতি মো. আবুল বাসার।
স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ এর সহকারী গবেষক মো. বখতিয়ার রহমান। অনুষ্ঠানে জেলে, জেলে পরিবার ও ব্লু-গার্ড সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই