প্রধানমন্ত্রী কর্তৃক বগুড়ায় ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ের (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করা হয়েছে। শনিবার দুপরে জেলা প্রশাসক সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ করে খাস জমিসহ গৃহ উপহার দিয়েছেন। আগামী ১১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫ম পর্যায়ে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
তিনি আরো বলেন, বগুড়া হচ্ছে উত্তরাঞ্জলের প্রাণকেন্দ্র। ইতিহাস ঐতিহ্যে ঘেরা বগুড়া। বগুড়ার একটি মানুষও পিছিয়ে থাকবে না। আগে যাদের নিজের ঠিকানা ছিল না তারা আজ ঠিকানা পেয়েছেন। জেলায় ৫হাজার ৫টি পরিবারকে গৃহ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। গৃহ পেয়ে তাদের চোখে-মুখে এখন উচ্ছাস। তাদের স্বাবলম্বী করতে সকলের সহযোগিতা দরকার।
জানা যায়, আগামী ১১ জুন বগুড়ায় ৫ম পর্যায়ের (২য় ধাপ) সারিয়াকান্দিতে ১০টি, শেরপুরে ৪৫টি ও সদর উপজেলায় ১৩১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর উদ্বোধন করা হবে। বগুড়া সদর, আদমদীঘি, ধুনট, কাহালু, গাবতলী, নন্দীগ্রাম, দুপচাঁচিয়া, শাজাহানপুর, শিবগঞ্জ, সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলাকে ইতিমধ্যে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হয়েছে। এরই ধারাবহিকতায় জেলার শেরপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হবে। অর্থ্যাৎ আগামী ১১ জুন বগুড়া জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হবে।
উল্লেখ্য, বগুড়া জেলায় ১ম পর্যায়ে ১৪৫২টি, ২য় পর্যায়ে ৮৫৭টি, ৩য় পর্যায়ে ১২৮৪টি ও ৪র্থ পর্যায়ে ১৪১২টি মোট ৫ হাজার ৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমিসহ গৃহ বরাদ্দ দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম