নীলফামারীর জলঢাকায় ১৭ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে জলঢাকা শহরের ঢাকা বিরিয়ানী হাউজের সামনে থেকে একটি মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কানুদাসকারী এলাকার মো. হুমাউন ও তার স্ত্রী আর্ণিকা আক্তার।
পুুলিশ জানায়, তারা বর্তমানে নীলফামারী শহরের উত্তর হাড়োয়ায় বসবাস করেন। গাঁজা পরিবহণে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে থানায় রেখেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম মজুমদার বলেন, মাইক্রোবাসের ভেতরে কালো ব্যাগের মধ্যে প্লাস্টিক দ্বাড়া মোড়ানো ১ কেজি করে ১৭টি টোপলায় ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে জলঢাকা থানায়। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল