পিরোজপুর সদর উপজেলার কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ডুবে জান্নাতি ও তাইফা নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতি আক্তার (৩) পিরোজপুর সদর উপজেলার কুমিরমাড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ইউসুফ শেষের কন্যা ও তাইফা আক্তার (৩) একই এলাকার মো: খালেক শেখের কন্যা।
স্থানীয় ইউপি সদস্য মো: ওমর ফারুক জানান, সকালে সদর উপজেলার কুমিরমাড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ইউসুফ ও খালেক শেখের দুই মেয়ে জান্নাতি ও তাইফা ঘর দিয়ে বেরিয়ে আশ্রয়নের ভিতরে খেলতে বের হয়। পরে সকাল ১০টার দিকে তাদের খুঁজে না পাওয়া গেলে অনেক খুঁজাখুজির পরে আশ্রয়ণের পুকুরে খুঁজতে গিয়ে বেলা ১১টার দিকে পুকুরে পানিতে ডুবে থাকা অবস্থায় তাদের উদ্ধার করে পিরোজপুর হাসপাতালে নেয়া হলে হাসপাতালের চিকিৎসক তাদের দুই জনকেই মৃত ঘোষনা করেন। শারিকতলা-ডুমরিতলা ইনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমির হোসেন মাঝি জানান, দুপুরের আগে আশ্রয়ন প্রকল্পের মধ্যে এ ঘটনা ঘটেছে।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রঞ্জন জানান, পানিতে ডুবে যাওয়া দুই জন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
বিডি প্রতিদিন/এএম