সমন্বয়কদের নিঃর্শত মুক্তি, দমন-পীড়ন বন্ধ, কারফিউ তুলে নেওয়া, কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, ন্যায়বিচারসহ বিভিন্ন দাবিতে লালমনিরহাটেও মার্চ ফর জাস্টিস ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
তারা আদালতের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
কর্মসূচি পালনের সময় আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখেন ও স্লোগান দেন। যেকোনও ধরনের নাশকতা ও সহিংসতা এড়াতে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/একেএ