চুয়াডাঙ্গায় আপামর জনতাকে সাথে নিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শহরের বড় বাজার, কোর্ট মোড়, পৌরসভা মোড়, নতুন বাজার এলাকা আনন্দ মিছিলে প্রকম্পিত হয়। বিভিন্ন দিকে পটকা ফুটিয়ে উল্লাস করতে দেখা যায়।
সোমবার বিকাল ৪টার দিকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে জনতার মিছিল এসে সমবেত হয় শহরের শহীদ হাসান চত্বরে। সেখানে আনন্দ স্লোগানের সাথে রঙ মেখে ও পতাকা উড়িয়ে উল্লাস করেন তারা। পরে আনন্দ মিছিল আবারও শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে।
আনন্দ মিছিল চলাকালে শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দের ব্যানার-ফেস্টুন নামিয়ে পুড়িয়ে ফেলা হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতার কার্যালয় ভাঙচুর ও অগ্নি সংযোগের খবর পাওয়া গেছে।বিডি প্রতিদিন/এমআই