এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ বাস্তবায়ন হওয়ায় সিরাজগঞ্জে ছাত্র-জনতা আনন্দ শোভাযাত্রা কর্মসূচি পালন করেছে। একই সঙ্গে আন্দোলনের সময় রাস্তায় বিভিন্ন স্থানে টায়ারসহ অন্যান্য বস্তু পুড়ে অপরিচ্ছন্ন হওয়ায় সেগুলো পরিষ্কার করেছে।
মঙ্গলবার দুপুরের পর ছাত্র-জনতা শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন ও শহীদ মিনারে জড়ো হয়। এরপর বাজার ষ্টেশনে আন্দোলনের সময় পুড়ে যাওয়া অরিচ্ছন্ন রাস্তা পরিষ্কার করেন। এরপর একটি বিজয় শোভাযাত্র শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজার স্টেশনে। এ সময় ছাত্র-জনতা নানা ধরনের শ্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/এএম