সরকার পতনের পর দেশে চলমান অস্থিরতায় দিনাজপুর শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মাঠে নেমেছেন। যানজট নিরসনে দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বিভিন্ন এলাকায় দেখা যায়, আন্দোলন চলাকালে সড়কে পড়ে থাকা আবর্জনা দলবেঁধে পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি যেসব সড়কে ট্রাফিক পুলিশ নেই, সেখানে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলে দায়িত্ব পালন করছেন তারা। যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করতে দেখা যায় তাদের। তবে শহরের কয়েক জায়গায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে আনসার বাহিনীর সদস্যদের দেখা যায়।
এসময় কয়েকজন শিক্ষার্থীরা জানায়, আমরা চাই সুন্দরভাবে দেশ চলুক। দেশের এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা সাধারণ মানুষের পক্ষে থাকতে চাই। সবাই সচেতন হলে একটি সুন্দর দেশ গঠন করা সহজ হবে।
বিডি প্রতিদিন/এমআই