সুনামগঞ্জে কোটাসংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার এমএন মুর্শেদ। শুক্রবার নিজ কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুক্ত সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্র আন্দোলন শুরুর পর থেকে তাদেরকে সংহতি জানানো গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় এসপি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে অন্যায় যা কিছু হয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জে আন্দোলন চলাকালে গুলি চালানোর বিচার দাবি করেন শিক্ষার্থীরা। সভায় পুশিলি কার্যক্রম স্বাভাবিক করতে ছাত্র সমাজের সহযোগিতা চান পুলিশ সুপার।বিডি প্রতিদিন/এএম