ছাত্র-জনতার অভ্যুত্থান রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে গণসমাবেশ করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের বাজারস্টেশন মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মুফতি মুহিবুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ হাবিবুল্লাহ, সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা জিয়াউল হক জিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা প্রস্তাবনা ঘোষণা করেছেন। দাবিগুলোর মধ্যে-অন্তবর্তী সরকারের মেয়াদ ছয় মাস এবং এ সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে না। গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে গণহত্যার বিচার করতে হবে। গত ১৬ বছরে সংঘটিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যা, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে এবং এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে, তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।
এছাড়াও সকল দুর্নীতিবাজ ও বিদেশে টাকা পাচারকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা এবং পাচারকৃত টাকা ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ, গত ১৬ বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব নেওয়া এবং দুর্নীতি ও টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করা। আইন, সংবিধান ও শপথ লঙ্ঘনকারীদেরকে বিচারের মুখোমুখি করা, নির্বাচন কমিশন পুনর্গঠন করা এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করা, দেশপ্রেমিক শিক্ষাবিদ ও উলামায়ে কেরামের সমন্বয়ে জাতীয় শিক্ষা কমিশন গঠন, সংখ্যাগরিষ্ঠ জনগণের চিন্তা চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোন সিদ্ধান্ত না নেয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ