বগুড়ায় তরুণ শিক্ষার্থী ও স্থানীয় জনপ্রতিনিধিরা রাত জেগে হিন্দুদের ঘরবাড়ি, মন্দির পাহাড়া দিচ্ছেন। জেলা শহরের বিভিন্ন পাড়ায় পাড়ায় তরুণ যুবক শিক্ষার্থীরা মিলিয়ে রাতের পর রাত গীর্জা ও মন্দিরের গেটে বসে থেকে নিরাপত্তার কাজ করে যাচ্ছে। শহরের মধ্যে স্পর্শকাতর মালতীনগর এলাকায় বগুড়া পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর সিপার আল বখতিয়ারসহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি, বিএনপি নেতা এবং তরুণ শিক্ষার্থীরা বেশ কয়েকটি মন্দির ও খ্রিস্টিয় উপসানালয় (গীর্জা) এর নিরাপত্তা প্রদান করে যাচ্ছে।
মন্দির পাহাড়া প্রদানকারি মো: আলী আসগর নয়ন জানান, দুই রাত পাড়ার বন্ধুরা মিলিয়ে শাজাহানপুর উপজেলায় কালিমন্দির পাহাড়া দিয়েছেন। তার সাথে অনেকেই ছিলেন। তবে কোন সমস্যা হয়নি। দল বেঁধে মন্দির পাহাড়া যে কদিন দিতে হবে তারা দিবেন।
বগুড়া পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর সিপার আল বখতিয়ার জানান, তার এলাকার প্রতিটি পাড়ার তরুণদের নিয়ে কথা বলে মন্দির ও গীর্জা পাহাড়া দেয়া হচ্ছে। নিরাপত্তার অভাব রয়েছে এমন মন্দিরে বেশি করে নিরাপত্তার কাজ করা হচ্ছে। যেন কোনো মন্দিরেই কোন দুর্বৃত্তরা হামলা না করতে পারে।
বিডি প্রতিদিন/হিমেল