আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। জন্মস্থান ভাঙ্গায় তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৩ আগষ্ট) সকাল ৯ টার দিকে ভাঙ্গা নাগরিক সমাজের উদ্যোগে ভাঙ্গার নুরপুর মহল্লায় তারেক মাসুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় তারেক মাসুদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন ভাঙ্গা নাগরিক সমাজের আহ্বায়ক ও ভাঙ্গা কাজী মাহবুব উল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুধিন কুমার সরকার, ভাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবী একরাম আলী সিকদার, কে এম কলেজের শিক্ষক সরোয়ার হোসেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ভাঙ্গা শাখার সভানেত্রী মাহমুদা হোসেন, ভাঙ্গা উপজেলা কমিউনিস্ট পার্টির সদস্য সুভাষ মন্ডল ও আবু বকর সিদ্দিকী, তারেক মাসুদের ভাই সাঈদ মাসুদ প্রমুখ।
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগষ্ট কাগজের ফুল চলচ্চিত্র নির্মাণের জন্য মানিকগঞ্জ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদের মৃত্যু হয়।বিডি প্রতিদিন/হিমেল