আসন্ন এইচএসসি পরীক্ষায় বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন বা অটো পাশের দাবিতে মানববন্ধন পালন করেছে কিছু সংখ্যক পরীক্ষার্থী। শুক্রবার বেলা ১২টার দিকে দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন পালন করেন পরীক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের কারণ দেখিয়ে দেশের সার্বিক পরিস্থিতিতে সূচি পেছানো এইচএসসি পরীক্ষায় বসার পরিবর্তে বিকল্প উপায়ে ('৭২ সালের মত) অটো পাশের দাবি জানায় মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
এ সময় দাবির পক্ষে স্লোগান দেওয়াসহ দাবির বিষয়ে লিখা ব্যানার প্লাকার্ড বহনও করেছে তারা। এতে অংশ নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।