ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দুর্বৃত্তদের হামলার ঘটনায় কুমিল্লা নগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর কান্দিরপাড় এলাকায় কুমিল্লা টাউন হলের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে এই কর্মসূচি পালন করেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা।
কর্মসূচিতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সকলে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এ ছাড়া সম্প্রতি অন্যান্য মিডিয়া হাউজে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলার জ্যেষ্ঠ সাংবাদিকরা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, বাসস ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি অশোক বড়ুয়া, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, বাংলাদেশ সাংবাদিক সমিতি-কুমিল্লার সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু, বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, মাইটিভির জেলা প্রতিনিধি আবু মুসা, এনটিভির জেলা প্রতিনিধি মাহফুজ নান্টু, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আবদুর রহমান, বাংলানিউজের জেলা প্রতিনিধি তৈয়বুর রহমান সোহেল প্রমুখ।
নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবনের সঞ্চালনায় কর্মসূচিতে অংশগ্রহণ করে হামলার প্রতিবাদ জানান প্রথম আলোর আলোকচিত্রী এম সাদেক, এখন টেলিভিশনের মাসুদ আলম, প্রতিদিনের সংবাদের মারুফ আহমেদ কল্প, দৈনিক ডাক প্রতিদিনের নুরুল ইসলাম, কুমিল্লার বার্তার শামছুল আলম রাজন, বাংলা ট্রিবিউনের আবদুল্লাহ আল মারুফ, দৈনিক দেশের কণ্ঠের ফেরদৌস মিঠু, একুশে সংবাদের জুয়েল রানা মজুমদার, চেতনায় ৭১ এর মাইনুল হাসান স্বপন, কালের কণ্ঠের লালমাই প্রতিনিধি জহিরুল ইসলাম জহির, চৌদ্দগ্রাম প্রতিনিধি আবুল বাশার রানা, কালবেলার আবু জাফর মোহাম্মেদ সালেহ, দৈনিক রূপসী বাংলার ফারুক আজম, একুশে সংবাদের নারায়ণ কুন্ডু, দৈনিক ইনকিলাবের জহিরুল ইসলাম মারুফ, আজকের বিজনেস বাংলাদেশের আয়েশা আক্তার, সময়ের কণ্ঠস্বরের জাহিদ হাসান নাইম, মেঘনা টিভির সাইফুল ইসলাম, দৈনিক আজকের কুমিল্লার উজ্জ্বল হোসেন বিল্লাল, দেশ রূপান্তরের সুজন মজুমদার, বাংলাদেশ সমাচারের এন সি জুয়েল, আমাদের কুমিল্লার পুতুল আক্তার, সাংবাদিক বাবর হোসেন, সমাজ কণ্ঠের মোতালেব হোসেন, বসুন্ধরা শুভসংঘের কাজী এয়াকুব আলী নিমেলসহ শতাধিক সংবাদকর্মী।
বিডি প্রতিদিন/এমআই