জোরপূর্বক শিক্ষক পদত্যাগের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের উদ্যোগে শহরের গানাসাস এর সামনে এ মানববন্ধন করা হয়।
কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও জেলা সংসদ এর সভাপতি ওয়ারেছ সরকার এর সভাপতিত্বে সহকারী সাধারণ সম্পাদক আবীর সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা সংসদের সহসভাপতি রুবেল শেখ, সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশের প্রচলিত আইনের লঙ্ঘন করে রাজনৈতিক ষড়যন্ত্রের নক্সা একে শিক্ষক মহোদয়ের পদত্যাগের জন্য একটি চক্র সক্রিয় ভূমিকা পালন করেছে। এতে বৈষম্য বিরোধী আন্দোলন দমানোর অপচেষ্টা ও ছাত্র জনতার গণহত্যার বিচার ও দীর্ঘদিন ধরে ক্ষমতায় অধিষ্ঠিত থেকে বিভিন্ন প্রশাসনিক হস্তক্ষেপ করে দুর্নীতিতে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সেই সাথে বক্তারা শিক্ষক মহোদয়ের জোরপূর্বক পদত্যাগ না করার আহবান জানান।
বিডি প্রতিদিন/এএম