বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে টিএমএসএস স্কুল এন্ড কলেজের ছাত্র নাজমুল হুদা রাফিদ এর উপর হামলা করে পিটিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
শনিবার সকালে টিএমএসএস স্কুল এন্ড কলেজের ছাত্রসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারি শিক্ষার্থীরা দাবি করে বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করে পিটিয়ে আহত করেছে শিক্ষার্থী রাফিদকে। এই হামলার বিচার দাবি করে হামলাকারিদের কঠোর শাস্তি দাবি করেছেন। সাধারণ ছাত্র সমাজের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল