খাগড়াছড়িতে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর টাউন হল সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাসুদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদের সভাপতি মো. মোজাম্মেল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রাজা, জেলা যুব দলের সভাপতি মাহাবুব আলম সবুজ, শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি আনোয়ার হোসেন।
সমাবেশে জেলার নয়টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই