দেশের চলমান পরিস্থিতি নিয়ে পাংশা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় রাজবাড়ীর পাংশা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সুলতান মাহামুদ, পৌর জামায়াতে ইসলামীর আমীর কাজী ফরহাৎ জামিল (রুপু), সেক্রেটারি খন্দকার মাওলানা আব্দুল হালিম, নায়েবে আমীর মো. মঞ্জুরুল রহমান, সাংগঠনিক সম্পাদক খন্দকার ফয়জুল হাসান, মাওলানা এনামুল হক, মো. আবু সাঈদ প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে বিজয় অর্জন করেছে। ১৬ বছরের স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। হত্যা, গুম, খুনের অবসান হয়েছে। আল্লাহর পক্ষ থেকে আসা আমাদের এই ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে বিজয়ের স্বার্থকতা অর্জন করা হবে।
সংবাদকর্মীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনভাবে লেখনীর মাধ্যমে সমাজের সকল কর্মকাণ্ড তুলে ধরতে হবে। সাংবাদিকদের লেখনি যেন কোনো দলের বা ব্যক্তির পক্ষে না যায়। স্বাধীন সাংবাদিকতায় সংবাদকর্মীদের সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মিঠুন গোস্বামী, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, সাংবাদিক হামজা শেখসহ জেলা-উপজেলায় কর্মরত সংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল