হবিগঞ্জের লাখাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে পাখি আক্তার (৮) এবং মাইশা আক্তার (৬) নামে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বামৈ গ্রামের পূর্ব বউবাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পাখি ও মাইশা বামৈ গ্রামের রমিজ মিয়ার মেয়ে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, দুপুরের দিকে পাখি ও মাইশা বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায। দীর্ঘ সময় তাদের দেখা না পাওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে পাখি এবং মাইশার নিথর দেহ উদ্ধার করা হয়।
সন্ধ্যার পর মাগরিবের নামাজ শেষে তাদের জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
লাখাই থানার ওসি আবু খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুখ জানান, এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই বোনের এই অকাল মৃত্যুর ঘটনায় তাদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস।
বিডিপ্রতিদিন/কবিরুল