কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক দুর্ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার উত্তর ধুরুং বাঁকখালী ও বড়ঘোপ মাতবর পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উত্তর ধূরুং বাঁকখালী গ্রামের হেলাল উদ্দিনের দেড় বছর বয়সী ছেলে জিহাদ সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে তলিয়ে যায়। অপরদিকে, একই দিন বেলা ১১টার দিকে বড়ঘোপ মাতবর পাড়ার আব্দু রহিমের মেয়ে ছামিহা (৮) বাড়ির পুকুরে খেলতে গিয়ে ডুবে যায়।
উভয় শিশুকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ