হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজে ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা অস্থায়ী ক্যাম্পাস জেলা সদর ২৫০ শষ্যা হাসপাতালের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী ইয়াসিন আরাফাত রিংক, কাওসার আহমেদ, সৈয়দা তানজিম সুচী প্রমুখ।
এ সময় তারা বলেন, আমাদের ৮ দফা দাবি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। আগামী ৭২ ঘণ্টার ভিতরে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন ঘরে তোলা হবে।
তারা আরো বলেন, ৬টি সেশনের জন্য কলেজে মাত্র ৪টি ক্লাস রুম রয়েছে। যার ফলে ক্লাস নিতে মারাত্মক সমস্যা হচ্ছে। ১ম সেশনে ৫০ জন শিক্ষার্থী ভর্তি করার কথা থাকলেও গত সেশনে ১০০ জন ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ