পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৌন্দর্যবর্ধন ও জলবায়ু প্রভাব থেকে উপক‚লকে রক্ষা এবং বজ্রপাত রোধে ১৬ হাজার তালের বীজ রোপণ করা হয়েছে। রবিবার সকাল দশটায় কুয়াকাটা মানবিক সহয়তা কেন্দ্রের উদ্যোগে এসব তালের বীজ বন্যা নিয়ন্ত্রণ বেরিবাধের দু’পাশে রোপণ করেন।
এ সময় বাংলাদেশ জামাতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কারী নজরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.হোসাইন আমির, কুয়াকাটা মানবিক সহায়তা কেন্দ্রের সভাপতি ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কুয়াকাটা মানবিক সহয়তা কেন্দ্রের নেতৃবৃন্দ জানান, কুয়াকাটা চৌরাস্তার পূর্ব দিক থেকে শুরু করে পাঁচ কিলোমিটার বেরীবাধে এ তালের বীজ রোপণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম