দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার জন্য বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে শেষ করা হয়েছে। বগুড়া জেলা বিএনপির আয়োজনে রবিবার সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা করা হয়।
আলোচনা সভার শুরুতে বন্যার্তদের জন্য সহযোগিতা করা এবং ছাত্র-জনতার আন্দোলনে সকল শহিদদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেওয়া ও আর্থিক সহযোগিতার কথা বলা হয়।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা জানান, দেশে ভয়াবহ বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিষ্ঠাবার্ষিকীর সকল অনুষ্ঠান কাটছাট করা হয়েছে। দেশে বন্যার কারণে ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পরিবর্তন করা হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এরপর সেখানে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। রবিবার বাদ আসর বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে, বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বগুড়ায় যারা শহিদ হয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের কাছে আর্থিক অনুদান প্রদান করেন জেলার শীর্ষ নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বগুড়া-৬ আসনের সাবেক এমপি গোলম মোহাম্মদ সিরাজ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছা সেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
এদিকে, জেলার সকল উপজেলায় বিএনপির উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা পর্যায়েও কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, পবিত্র কোরআন তিলাওয়াত, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর যুবদল কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বগুড়ার শেরপুরে শহরের খেজুরতলাস্থ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও স্থানীয় বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল নয়টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের রুহের মাগফেরাত ও বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবসহ মুক্তি কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
বিডি প্রতিদিন/এমআই