ময়মনসিংহে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক শেখ আমজাদ আলী, কাজী রানা, শামীম আজাদ, মহানগর মহিলা দল নেত্রী খালেদা আতিকসহ প্রমুখ। এছাড়াও বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে বন্যা পীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভ‚তি প্রকাশ করে তাদের পাশে দাঁড়ানোর আহŸান জানানো হয়।
বিডি প্রতিদিন/এএম