নাটোরে লাল রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ দুটি বোমা ও একটি চাকুসহ রুমন (২৫) নামে এক যুবককে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
রবিবার বিকেলে সদর উপজেলার একডালা এলাকা থেকে তাকে আটক করে এলাকাবাসী।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, একডালা এলাকার কয়েকজন রুমনকে একটি চাকু ও লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ দুটি বস্তুসহ তাকে পুলিশে সোপর্দ করেছে।
বস্তুগুলো তার কাছে পাওয়া গেছে, না হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমাই