কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ধান ক্ষেতে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫হতে আনুমানিক ৭০০গজ দক্ষিণ দিকে সেয়ারিগোদা এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে।এমন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল ঐ এলাকায় অভিযান চালায়। এসময় দুইজন ব্যক্তিকে একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে আসতে দেখে তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় তাদেরকে চ্যালেঞ্জ করলে দূর থেকেই বিজিবি’র উপস্থিতি টের পাওয়া মাত্রই তাদের সাথে থাকা একটি ব্যাগ ধানক্ষেতে ফেলে দিয়ে পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ধানক্ষেত তল্লাশী চালিয়ে চোরাকারবারী ফেলে দেওয়া প্লাস্টিকের ব্যাগ থেকে ৫০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।ওই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, চোরাকারবারীকে সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/এএম