সকল আহতদের সুস্থতা ও হামলাকারীদের বিচারের দাবিতে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘শহীদি মার্চ’ পালন করেছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলটি শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য দেন জাবির, আশিক, এস এম প্লাবন, জাইম আল হাসানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/এএ