মানিকগঞ্জের ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা বরখাস্তকৃত উপাধ্যক্ষ মুহাম্মদ ফজলুর রহমান ওরফে ইশার আলীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে মাদরাসার শিক্ষকসহ কয়েকশ শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান, শিক্ষক মাওলানা ইয়াহ ইয়া, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম, (মুহাদ্দিসের প্রদান) মওলানা সালাউদ্দিন প্রমুখ।
বক্তারা মাদরাসার ইমেজ নষ্ট করার জন্য গভর্নিং বডির সদস্য ও অধ্যক্ষসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচার করার দায়ে, মাদরাসার সাবেক বরখাস্তকৃত উপাধ্যক্ষ মুহাম্মদ ফজলুর রহমান ওরফে ইশার আলীসহ তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/এএ