ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের একমাস পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি পালিত হয়েছে সিরাজগঞ্জে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদের স্মরণে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌর শহরের বাজার স্টেশন মুক্তির সোপান থেকে শহীদি মার্চ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষ হয়। পরে শহীদ মিনারে সমাবেশ ও দোয়া মাহফিল করা হয়।
সমাবেশে ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামিয়া সরকারি কলেজ ছাত্র সমন্বয়ক জোবায়ের আল ইসলাম, সেজান, সালমান জোয়ারদার, ইয়াসির আরাফাত, সজীব সরকার, রাজিতা খাতুন, সাদিয়া সিনহা ও সমন্বয়ক রাহাত তালুকদা প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ