চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় গাড়ির চাপায় নিহত অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের চকরিয়ার খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর কউসিক আহমেদ জানান, সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত গাড়ির চাপায় তিনি নিহত হয়েছেন। তার পরিচয় সনাক্ত করতে আঙ্গুলের ছাপ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া লাশের ময়নাতদন্ত করা হবে। পরিচয় না পেলে কক্সবাজার আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।
বিডি প্রতিদিন/এএ