গাজীপুরে শ্রীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি’র দুই নেতাকে বহিস্কার করেছে গাজীপুর জেলা বিএনপি। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গাজীপুর জেলা বিএনপি’র দপ্তরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক স্বাক্ষরিত পৃথক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এছাড়াও শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজাহান ফকির বিএনপি’র দুই নেতাকে বহিস্কারের তথ্য নিশ্চিত করেছেন।
বহিস্কৃত বিএনপি’র নেতা মো: মশিউর রহমান নয়েছ শ্রীপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও গাজীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি, এম.এ গণি মৈশাল শ্রীপুর উপজেলা বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক ও গাজীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক।
পত্রে জানানো হয়েছে, গাজীপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগটন বিরোধি কার্যকলাপের সুস্পষ্ট প্রমাণ থাকায় তাদের দলীয় পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হল। উপরোক্ত আদেশ গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান অনুমোদন করেছেন।
শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজাহান ফকির বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গে অভিযোগে তাদের দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কি কারণে দল তাদের অব্যাহতি দিয়েছেন তা তাঁর জানা নেই বলে জানান।
বিডি প্রতিদিন/এএম