দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও শিক্ষার্থী হত্যার অভিযোগে সাবেক বিচারপতি এম. ইনায়েতুর রহিম, তার ভাই জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিমসহ আওয়ামী লীগের ১০৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা হয়েছে। এছাড়া এ মামলায় অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) দিনাজপুর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন জেলা শহরের পাক-পাহাড়পুড় এলাকার রেজাউল করিমের ছেলে রিয়াদ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, ৪ আগস্ট দুপুরে দিনাজপুর জিলা স্কুলের সামনে শিক্ষার্থীদের একটি মিছিলে আসামিদের পরোক্ষ ও প্রত্যক্ষ উসকানি, প্ররোচণায় ও নির্দেশে আওয়ামী লীগ ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রসহ শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এসময় তারা ভারী আগ্নেয়াস্ত্র, ক্ষতিকারক গ্যাস ও ধারালো দেশি অস্ত্র ব্যবহার করেন এবং শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে রাহুলসহ বহু শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে রাহুলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৯ আগস্ট সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন