ফরিদপুরের সালথা উপজেলার যদুন্দী নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানকে হাতুড়িপেটা করে পদত্যাগপত্রে জোরপূর্বক সই নেওয়ার ঘটনায় কয়েকজনের নামে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী অধ্যক্ষ ওবায়দুর রহমান বাদী হয়ে সালথা থানায় এ মামলাটি দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয়েছে কলেজ এলাকার বাসিন্দা মো. কাইয়ুম মোল্যাকে। এছাড়া কামরুল গাজী, লালন, মনির মিয়াসহ ৯ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় কোনো শিক্ষার্থীকে আসামি করা হয়নি।
মামলার বাদী অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান বলেন, বৃহস্পতিবার হাতুড়িপেটা করে এবং পরবর্তীতে জোর করে আমার কাছ থেকে পদত্যাগপত্রে সই নেন কিছু বহিরাগত সন্ত্রাসীরা। এতে নেতৃত্ব দেন স্থানীয় কাইয়ুম মোল্যা, কামরুল গাজীসহ তাদের বাহিনী। আমি ইচ্ছা করে পদত্যাগপত্রে সই করিনি। তাই আমি আইনের আশ্রয় নিয়ে তাদের নামে মামলা করেছি। আশা করি আমি ন্যায়বিচার পাব।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে ছাত্রদের কোনো দোষ নেই। ছাত্রদের ব্যবহার করেছেন ওই সন্ত্রাসীরা।
মামলার প্রধান আসামি কাইয়ুম মোল্যা বলেন, এলাকায় আমি একটি গ্রুপের নেতৃত্ব দেই। আরেকটি গ্রুপের নেতৃত্ব দেন যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মোল্যা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ দিয়ে আমাদের শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করেছেন অধ্যক্ষ ওবায়দুর রহমান। যে কারণে তার পদত্যাগের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করেছে, মানববন্ধন করেছে। শিক্ষার্থীদের তোপের মুখে তিনি পদত্যাগ করেছেন। এখানে আমি কোনোভাবেই জড়িত না।
মামলার বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, অধ্যক্ষ ওবায়দুর রহমানের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার সকালে নবকাম পল্লী বিশ্বদ্যিালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান ও তার ছেলে কলেজে প্রবেশের আগে মোটরসাইকেল থেকে জোরপূর্বক নামিয়ে কয়েকজন দুষ্কৃতকারী এবং ছাত্র তাদের দু’জনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে কলেজের ভিতরে গিয়ে অধ্যক্ষের কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে সই নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/বাজিত